Tuesday, March 2, 2021

বর্তমান যুবগ কে ‘বিজ্ঞান ও প্রযুক্তির’ যুগ বলা হয় । আর বর্তমান বিশ্বে বিজ্ঞান এর আবিষ্কারগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আর্টিফেশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। যারা জানি তারা হয়তো Ai এর নাম শুনেছেন নিশ্বয়ই। বর্তমানে সকল প্রকার স্মার্টফোনের ক্যামেরায় Ai অপশন থাকা আবশ্যক । তাই কম বেশি Ai এর নাম ঠিকই শুনেছেন। আর Ai এর অর্থ হলো- Artificial intelligence (আর্টিফেশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন এক আবিষ্কার সম্পর্কে আজ আলোচনা করবো। এর মাধ্যমে কোনো মৃত ব্যক্তির ছবি দিয়ে তাকে প্রাণবন্ত করে তুলবে। আমরা আজকের ভিডিও দেখে সম্পূর্ণ পরিষ্কার বুঝতে পারবো। -
ধন্যবাদ।

No comments:

Post a Comment

Alif The Best Logo Designers Wellcome to Sajjad UL Hasan Alif's Personal website