Friday, April 10, 2020

গ্রাফিক্ ডিজাইন কি ও এর বর্ণনা ।

গ্রাফিক্ ডিজাইন কি ও এর বর্ণনা । 
গ্রাফিক ডিজাইন হলো কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণাগুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে লোগো, ফ্লায়ার, পেজ-লেআউট, বিজ্ঞাপণ, ব্রোশার, ম্যাগাজিন এবং কর্পোরেট রিপোর্ট এবং নকশা তৈরি করা। টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং চিত্রনাট্য ব্যবহার করে কল্পনার সাথে বাস্তবের সমন্বয় করা। গ্রাফিক ডিজাইন কেন শিখবেন? ১. উচ্চতর চাহিদা ২. উচ্চ বেতন স্কেল ৩. বাড়ীতে বসে কাজ করার সুবিধা ৪. স্বাধীনতা ৫. ক্রিয়েটিভিটি সোজা ভাবে বললে, গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে আমরা নিজের ধারণা, শিল্প (art) এবং দক্ষতা (skills) ব্যবহার কোরে ছবি (pictures), শব্দ (words), পাঠ (text) এবং ধারণার মিশ্রণ (combine) কোরে একটি আলাদা এবং নতুন ছবি (picture) তৈরি করি। Text, pictures এবং ধারণার মিশ্রনের দ্বারা তৈরি হওয়া এই নতুন ছবি বা গ্রাফিক বিভিন্ন advertisements, magazine, books, website বা logo সাজানোর জন্য বা ডিজাইন এবং তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে। গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে আমরা অনেক রকমের visual concepts তৈরি করতে পারি। আসলে এর মাধ্যমে বিভিন্ন রকমের আইডিয়া এবং জ্ঞান আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি। এই Graphics design এর কাজ আমরা, নিজের হাত দিয়েও করতে পারি বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার (computer software) বা এপ্লিকেশন (application) এর মাধ্যমেও করে নিতে পারি। কিন্তু, অ্যাডভান্সড (advanced) এবং প্রফেশনাল ভাবে ডিজাইন তৈরি করার জন্য, আমাদের একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করাটা জরুরি। এখন এক কথায় বললে, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে, আমরা বিভিন্ন ধরণে চাক্ষুষ ধারণার (visual concept) তৈরি বা ডিজাইন করতে পারি, এই বিষয়ে থাকা নিজের দক্ষতা এবং জ্ঞানের মাধ্যমে। পুরোটাই, আপনার হাথের শিল্প, জ্ঞান এবং ধারণার ওপরে নির্ভর। তাহলে, গ্রাফিক্স ডিজাইন কি বা কাকে বলে, সেটা হয়তো আপনারা ভালো করেই বুঝে গেছেন। এখন নিচে, আমরা এর বিষয়ে আরো কিছু জেনেনেই চলুন। গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে ? আপনি যদি কোনো কলেজ থেকে graphic designing এর bachelor degree course করছেন, তাহলে ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এবং, সঠিক এবং ভালো ভাবে এই কোর্স শেখার জন্য bachelor degree করাটাই লাভজনক হবে। গ্রাফিক্স ডিজাইনিং এর ওপরে যখন আপনার ৪ বছরের একটি degree certificate থাকবে, তখন যেকোনো কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। আপনি চাইলে, bachelor degree করার পর, এই বিষয়ে মাস্টার ডিগ্রী (master degree) কোরে, নিজেকে আরো বেশি expert এবং professional বানিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে, masters in graphics design এর কোর্স করার জন্য আপনাদের আরো ২ বছর সময় লেগে যাবে। তাছাড়া, যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এর ডিপ্লোমা কোর্স (diploma course) করার কথা ভাবছেন, তাহলে এতে আপনার ৬ থেকে ৮ মাস সময় লেগে যাবে। আসলে, অনেক রকমের institute বা education center রয়েছে যেখানে আপনারা এই বিষয়ে একটি ডিপ্লোমা কোর্স করতে পারবেন। এবং, আলাদা আলাদা institute এর শেখানোর স্থিতিকাল (duration) আলাদা আলাদা। তবে, এই বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (bachelor degree) করলে ৩ থেকে ৪ বছর, ব্যাচেলর ডিগ্রী কোরে মাস্টার ডিগ্রী করার জন্য আরো ২ বছর সময় লাগবে। এবং ডিপ্লোমা কোর্স করলে প্রায় ১ বছর সময় আপনার দিতে হবে। এর পর, গ্রাফিক্স ডিজাইন শেখার স্থিতিকাল নির্ভর করবে আপনার শেখার ইচ্ছা, অনুশীলন (practice) এবং কতটা জলদি আপনি বিষয়টি ধরে নিতে পারছেন সেগুলির ওপরে। গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে ? এমনিতে, একটি graphic design diploma course জেকেও করতে পারেন। কিন্তু, এই বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (bachelor degree) করার জন্য, আপনার আগেই কিছু সাধারণ শিক্ষার প্রয়োজন হতে পারে। ১. প্রথম প্রয়োজনীয়তা: গ্রাফিক্স ডিজাইনিং এ ক্যারিয়ার বানানোর জন্য, আপনার সবচে প্রথমেই ১২ ক্লাস উত্তীর্ণ করতে হবে। কারণ, যেকোনো কলেজে এই বিষয়ে ডিগ্রী কোর্স করার জন্য, ১২ ক্লাসের সার্টিফিকেট (certificate) জমা দিতে হবে। তবে হে, আপনি ১২ ক্লাস যেকোনো বিষয় নিয়ে উত্তীর্ণ করলেও চলবে (arts, commerce, science). ২. সাধারণ জ্ঞান: এই বিষয়ে ক্যারিয়ার বানানোর জন্য এবং ভবিষ্যতে আরো বেশি শিক্ষা ফারহান করার জন্য, আপনার communication skills, creativity এবং drawing এর জ্ঞান থাকতে হবে। অনেক বিখ্যাত কলেজ বা institutes রয়েছে, যেখানে admission নেয়ার আগেই আপনাকে প্রবেশিকা পরীক্ষা (entrance exam) দিতে লাগতে পারে। এবং, সেই পরীক্ষাতে আপনাকে অঙ্কন (drawing) এবং অন্যান্য দক্ষতার এবং জ্ঞানের বেপারে প্রশ্ন করা হবে। আপনি যখন graphic designing এ ক্যারিয়ার বানানোর কথা ভাবছেন, তখন এই ধরণের সাধারণ দক্ষতা থাকাটা অনেক লাভজনক এবং জরুরি। Graphic design ক্যারিয়ারে চাকরির সুযোগ এই বিষয় নিয়ে ডিগ্রী (degree) করার পর এবং সব ধরণের দক্ষতা এবং জ্ঞান নিয়ে নেয়ার পর, আপনার জন্য প্রায় অনেক ক্ষেত্রে চাকরির সিযোগ এগিয়ে আসে। সেগুলির মধ্যে কিছু হলো, Logo designer হিসেবে। বিভিন্ন advertisement company তে। Web designer হিসেবে। Digital marketing agency তে। Magazine এবং news paper কোম্পানির থেকে। Application and game development কোম্পানি। Media publishing কোম্পানি। Brand identity designer. Animation designer. এবং, আরো অনেক কোম্পানি এবং ভাগ রয়েছে যেগুলিতে আপনারা একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। কি কি কাজে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয় ? বর্তমানে বিভিন্ন এবং প্রায় অনেক কাজেই গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়। সেই, কাজ গুলির কিছু আমি নিচে আপনাদের বলে দিচ্ছি। কোম্পানির ব্র্যান্ড (brand) পরিচয় বা লোগো (logo) তৈরি। প্রিন্টেড করা জিনিসে (বই, নিউস পেপার, ম্যাগাজিনে) . অ্যালবাম কভার (album cover) তৈরি। ব্যানার বিজ্ঞাপন (banner advertisement) তৈরি। Digital advertisement তৈরি করার সময়। বিভিন্ন blog এবং website এ এর ব্যবহার হচ্ছে। জলের বোতলে থাকা ওই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য (consumer products) তে থাকা ডিজাইন। অনলাইন এবং টিভি (TV) তে ব্যবহার করা গ্রাফিক্স (GRAPHICS) এবং টাইটেল (TITLE) . বিভিন্ন GREETINGS CARDS এ। বিয়ের invitation cards এ। T-shirts এবং জামা কাপড় ডিজাইন করার সময়। অ্যানিমেশন (animation) বানানোর সময়। Business ও visiting cards বানানোর সময়। এ ছাড়া আরো অনেক অনেক কাজ রয়েছে, যেখানে গ্রাফিক ডিজাইনিং এর কাজের প্রয়োজন। যদি আপনি graphics designing শিখে এই লাইনে চাকরি করার কথা ভাবছেন, তাহলে প্রথম অবস্থায় মাইনে বা বেতনের পরিমান তেমন কোনো খারাপ না।চাকরির মাধ্যমে আয় ভারতে (India), এই ক্যারিয়ার নিয়ে চাকরি করা লোকেরা প্রথমেই ২৫,০০০ থেকে ৩০,০০০ এর ভেতরে মাইনে (salary) পেয়ে যাচ্ছে। তাছাড়া, আপনার কাজের অভিজ্ঞতা (experience) এবং knowledge যত বেশি বাড়বে ততটাই বেশি মাইনে বা স্যালারি আপনার বৃদ্ধি পাবে। অভিজ্ঞতা এবং প্রফেশনাল দক্ষতা থাকা লোকেরা গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ারে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা অব্দি মাইনে ভারতে পাচ্ছেন। তাই, অধিক মাইনে বা স্যালারি চাকরির মাধ্যমে পাওয়ার জন্য, গ্রাফিক ডিজাইনের ডিগ্রী এবং তার সাথে কিছু বছরের অভিজ্ঞতা থাকাটা জরুরি। অবশই, প্রথমেই একজন নতুন (fresher) হিসেবে ২০ থেকে ৩০,০০০ টাকা বেতনে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়াতে থাকতেই পারবেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় ফ্রিল্যান্সিং কি, এবেপারে আমি আপনাদের আগেই বলেছি। এ হলো এমন এক মাধ্যম, যেখানে জেকেও নিজের অভিজ্ঞতা, দক্ষতা এবং জানা কাজের মাধ্যমে বিভিন্ন ধরণের কাজ অন্যদের জন্য করেন এবং সেই কাজের বিনিময়ে আপনাকে টাকা দেয়া হয়। Freelancing আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেরকম খুশি সেরকম করতে পারবেন। আপনি, অনলাইন বিভিন্ন freelancing websites বা social media র মাধ্যমে গ্রাফিক ডিজাইন এর সাথে জড়িত কাজ যেমন, logo design, web design, poster design, infographic বা আরো অনেক ধরণের কাজ করে টাকা আয় করতে পারবেন। এই মাধ্যমে কাজ করলে আপনার টাকা আয়ের সংখ্যা নির্ভর করবে আপনার করা কাজের ওপরে। আপনি যত বেশি কাজ পাবেন এব
ং সেগুলি যত জলদি করবেন, ততটাই বেশি এবং জলদি টাকা আয় করতে পারবেন।- sajjjadalifbd.zohosites.com

2 comments:

Alif The Best Logo Designers Wellcome to Sajjad UL Hasan Alif's Personal website